Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বলরামপুর ইউনিয়নের ইতিহাস

দাউদকান্দি উপজেলার অবহেলিত ও অনুন্নত জনপদ হিসাবে খ্যাত বর্তমান তিতাস উপজেলা প্রতিষ্ঠার আন্দোলন সুত্রপাত হয়েছিল প্রায় দু’যুগ পূর্বে। শুরুতে ‘‘ পীর শাহবাজ নগর ’’ থানা এবং পরবর্তীতে উপজেলা প্রতিষ্ঠার দাবী উত্থাপিত হলেও চুড়ান্ত পর্যায়ে এসে বির্তক এড়ানোর জন্য সাবেক মন্ত্রী ও এমপি ড. খন্দকার মোশারফ হোসেন ‘তিতাস’ নামটি প্রস্তাব করেন। প্রতি বছর ফ্রেবুয়ারি মাসের ১৭ তারিখ বলরামপুর ইউনিয়ন এর গাজীপুর গ্রামে,“গাজীপুর খান মডেল হাই স্কুল  এন্ড কলেজ” মাঠ প্রাঙ্গনে ঐতিহ্যবাহি মেলা অনুষ্ঠিত হয় । হুযরত পীর শাহবাজ (রাঃ) মাজার শরীফে।

 

বলরামপুর ইউনিয়ন সদর হইতে অত্র ইউনিয়নের সকল গ্রামে/হাট বাজারে যোগাযোগ ব্যবস্থা মোটামোটি ভাল এবং সর্বত্র অল্পসময়ে সি এন.জি /রিক্সা যোগে আসা যওয়া করা যায়। উল্লেখ যে ইউনিয়নের অদিকাংশ রাস্থা সমূহ পাকা ।